1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন

ফিটনেসবিহীন গাড়ি বন্ধে আটঘাট বেধে নেমেছি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪
  • ৬২ Time View

obaidullসড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তায় ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন গাড়ি চলাচল বন্ধে আটঘাট বেধে নেমেছি। সারা দেশে এই অভিযান চলবে।

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে টাটা এলপি ৯০৯ মডেলের এসি বাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এই জন্য সাধারণ জনগণের কিছুটা দুর্ভোগ পোহাতে হবে। দীর্ঘ স্বস্তির জন্য আমাদের সাময়িক কষ্টকে মেনে নিতে হবে। যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে আজকে অতিরিক্ত ২০০ বিআরটিসি বাস নামিয়েছি এবং পর্যায়ক্রমে বিআরটিসির ৪০০ নতুন গাড়ি নামানো হবে।

তিনি বলেন, ছোট গাড়ি যানজটের প্রধান কারণ। তাই ছোট গাড়ি আমদানিতে আমি নিরুৎসাহিত করি।
তিনি আরো বলেন, মূলত রাস্তায় সাধারণ মানুষের কারণে জ্যাম লাগে না। জ্যাম লাগে প্রভাবশালীদের কারণে। প্রভাবশালীরা রাস্তায় একটু সিগনাল পড়লে রং সাইড দিয়ে গাড়ি ঢুকিয়ে দেয়। ফলে বিশাল জ্যামের সৃস্টি হয়। বাংলাদেশে এমপি ৩৫০ জন কিন্তু স্টিকারসহ গাড়ি কয়েক হাজার। রাস্তায় তারাই জ্যামের সৃষ্টি করে।

অনুষ্ঠানে নিটল-নিলয় মটরস গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিইও মোসতাক আহমেদ, কান্ট্রি ম্যানেজার মকুল মানিক, বরিশাল চ্যাম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি জাহাঙ্গীর আলম মানিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ