পাকিস্তানের সিন্ধুর শুক্কুর জেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলার থেরি বাইপাসে এই দুর্ঘটনাটি ঘটে।
খাইবার বেসামরিক হাসপাতালের মেডিকেল সুপারিন্টেডেন্ট জাফর সুমরো ডনকে বলেছেন, দুর্ঘটনায় ৫৬ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ইন্টেসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, যাত্রীবাহী বাসটি সোয়াতের খাইবার পাখতুন থেকে করাচি যাওয়ার পথে থেরি বাইপাস এলাকায় একটি গাড়িকে দ্রুত গতিতে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায়। পরে খবর পেয়ে উদ্ধারকর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন।
সিন্ধু প্রদেশের গর্ভনর ড. ইশরাতুল ইবলাদ খান এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।