আবারো আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাকিংয়ে শীর্ষে উঠে এসেছেন বাংলা সাকিব আল হাসান। খুলনা টেস্টে দুর্দান্ত সাফল্য দেখিয়ে ভারতের রবিচন্দন অসিনকে হঁটিয়ে ১ নম্বর জায়গা করে নিয়েছেন সাকিব। বর্তমানে তার র্যাটিং পয়েন্ট ৪১৯। আর অসিনের র্যাটিং পয়েন্ট ১৫৭।
এ টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট শিকার করে ইংলিশ লিজেন্ড ইয়ান বোথাম ও পাকিস্তানের কিংবদন্তি ইমরান খানের পাশে নাম লেখান। প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থ হলেও ৭ উইকেটের তুলে নেন সাকিব আল হাসান।
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে র্যাকিংয়ে একধাপ এগিয়ে নবম অবস্থানে এসেছে বাংলাদেশ।