স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ২০১৫ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সারাদেশে ১১টি সরকারি মেডিকেল কলেজের যাত্রা শুরু হবে। ওইদিন টাঙ্গাইল মেডিকেল কলেজটিও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
আজ রোববার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরো বলেন, লতিফ সিদ্দিকী যে কথা বলেছেন তা দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী তাৎক্ষণিক ওই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, দলকে রক্ষা ও দেশকে অনাকাক্সিক্ষত পরিস্থিতি থেকে রক্ষা করেছেন। এছাড়া লতিফ সিদ্দিকীকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কারের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
নাসিম বলেন, লতিফ সিদ্দিকীর বিষয় নিয়ে যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলে তা প্রশাসন দেখবে।
এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইলের সির্ভিল সার্জন ডা. ইবনে সাঈদ প্রমুখ।