1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

দুই ভুলেই ব্যর্থ মেসির আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
  • ১০৪ Time View

messi5-e1413098664516
ঢাকা: কোচ জেরার্ডো মার্টিনোর প্রত্যাশা ছিল দুর্দান্ত কিছু করার। আর্জেন্টিনার যে সেই সামর্থ্য আছে তাও সবার জানা। অথচ মেসিকে ছাড়াই জার্মানিকে উড়িয়ে দেয়া দলটি যেন গুটিয়ে গেল নিজেদের মধ্যে। পুরো ম্যাচে একবারও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি হজম করল দুই গোল। আর শনিবার বার্ডস নেস্টে জয়ের হাসি হাসল দুঙ্গার ব্রাজিল।

ম্যাচে দুইটি গোলই করেছেন ব্রাজিলের নতুন তারকা তারদেলি। আলবেসেলেস্তিদের এদিন অনেক সুযোগই হাতছাড়া হয়েছে। তবে লিওনেল মেসি মনে করেন মাত্র দুটি ভুলই তাদের হার নির্ধারণ করে দিয়েছে। আর সেই ভুলগুলো কোথায় ছিল তাও পরিস্কার করেই জানালেন তিনি।

প্রথম ভুলটি ছিল ফার্নান্দেজ ও জাবালেতার। তাদের ভুলেই দৃষ্টিনন্দন ভলিতে গোল পায় তারদেলি। আর দ্বিতীয়বারতো মেসি নিজেই করেছেন সবচেয়ে বড় ভুল। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে দ্বিতীয় গোলের সময় তারদেলিকে মার্ক করেনি আর্জেন্টিনার ডিফেন্ডাররা। সেটা অবশ্য উল্ল্যেখ করেননি মেসি।

সে যাইহোক এমন সব ভুলের মাশুলতো দিতেই হয়। আর প্রতিপক্ষ যখন ব্রাজিল তখনতো ভুলের কোন স্থান নেই ম্যাচে। আর সেটাই বলছেন বার্সেলোনা তারকা মেসি, ‘ম্যাচের ফলাফল দুইটি ভুলের মাধ্যমেই নিশ্চিত হয়েছে। প্রথম গোলটি খাওয়া ও আমার পেনাল্টি মিস করা।’

অবশ্য এখনও নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে পরিবর্তনের মধ্যেই আছে আর্জেন্টাইনরা। সেই কথাও শোনালেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় মেসি, ‘দল একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন কোচ আগের তুলনায় অনেক ভিন্ন। আস্তে আস্তে দল মার্টিনোর চাওয়ার সঙ্গে মানিয়ে নেবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ