1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

বিদেশি জিহাদি ঠেকাতে জাতিসংঘে পরিকল্পনা পাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮৭ Time View

jatisongho croজাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব সদস্যরা তাদের নাগরিকরা যাতে ইরাক ও সিরিয়ার জিহাদিদের সঙ্গে যুক্ত না হতে পারে সে সম্পর্কিত এক প্রস্তাবনায় একমত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিনিধিত্বে এই অধিবেশনে তিনি বলেন, এই সব জিহাদিরা যেন কোনো প্রকারে অর্থ সহায়তা না পায় সেটাও রোধ করতে হবে।

এদিকে সিরিয়ায় ইসলামি জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে আমেরিকা ও আরব জোটের দেশগুলোর বিমান হামলা দ্বিতীয় দিনের জন্য অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের করা এই খসড়া প্রস্তাবনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পায় সর্বসম্মতিক্রমে। ইরাক ও সিরিয়ায় ইউরোপীয়সহ বহু বিদেশি জিহাদি কাজ করছে। সেসব জিহাদিদের নিয়োগ ঠেকাতে বিশেষভাবে প্রস্তাবনায় বলা হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেন, যেকোনো ধরনের চরমপন্থীদেরকেই মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, ইরাক ও সিরিয়ার সংকট সমৃদ্ধশালী দেশগুলো থেকে তরুণ প্রজন্মকে জিহাদিদের দলে ভেড়াচ্ছে।

তবে বৈঠকের সভাপতি বারাক ওবামা জোর দিয়ে বলেন, নিরাপত্তা পরিষদে বলা সব কথায় কাজে পরিণত হবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ নিরাপত্তা কাউন্সিলকে বলেছেন, সন্ত্রাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রশাসনের কার্যক্রমে তারাও পূর্ণ সমর্থন দিচ্ছেন।

তিনি আরো যোগ করেন, বিশ্বজুড়ে এই সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও বিস্তৃত পদক্ষেপের প্রয়োজন রয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী সংগঠন বিষয়ে তথ্য আদান-প্রদানের ব্যাপারে তারা প্রস্তাব করবে, একই সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম তারা জোরদার করবে।

কাছাকাছি সময়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তাবনায় রাশিয়া ও চীনের সম্মতি দেয়ার ঘটনা ঘটেনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ইরাক ও সিরিয়ার সীমানা এলাকায় আইএসের গাড়িবহরে ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা করেছে।

এ ছাড়াও বাগদাদের পশ্চিমে, ইরবিল, কুরদিশ অঞ্চলের কাছে এবং তুরস্কের সঙ্গে সীমান্ত এলাকায় তারা বিমান হামলা চালিয়েছে বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় কোনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করলেন। আর ষষ্ঠবারের মতো নিরাপত্তা পরিষদে ১৫টি দেশের সরকার প্রধান পর্যায়ে বৈঠক হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ