যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আই এস এর বিরুদ্ধে এটা আমেরিকার একক কোন যুদ্ধ নয়। তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, বাহরাইন ও কাতারও এতে অংশ নিয়েছে।
সিরিয়ায় আইএস এর লক্ষ্যবস্তুতে আমেরিকার বিমান হামলা শুরুর ঘন্টা খানিক পরই এ বক্তব্য দিলেন ওবামা।
যুদ্ধে আরব দেশের সমর্থনকে সাধুবাদ জানিয়ে ওবামা বলেন, আরব দেশগুলোর সাথে কাঁধে-কাঁধ মিলাতে পেরে আমেরিকা গর্বিত।
এদিকে বিমান হামলায় আইএস এর অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। বিমান হামলায় সিরিয়াকে বাধা না দেবার জন্য সে দেশের সরকারকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।