বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহীমের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ বুধবার থেকে। সন্ধ্যায় গায়ে হলুদের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামীকাল বৃহস্পতিবার বিয়ে।
গায়ে হলুদের অনুষ্ঠান হবে বিমানবাহিনীর ফ্যালকন হলে। অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুরের সতীর্থরা উপস্থিত থাকবেন।
আগামীকাল বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠান হবে বেইলি রোডের অফিসার্স ক্লাবে। আগামী ২৭ সেপ্টেম্বর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা।
প্রসঙ্গত, বাংলাদেশ অধিনায়কের হবু স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌস মন্ডি। তিনি প্রাইম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। মন্ডি জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহর শ্যালিকা। গত বছরের অক্টোবরে মুশফিকুর-মন্ডির বাগদান হয়।