1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

বাংলাদেশি ক্রিকেটারদের কটূক্তি করায় ব্রাভোকে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৪ Time View

bravoসিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের অতিমাত্রায় ‘স্লেজিং’ করায় ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভোর ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেয়া হয়েছে।

আইসিসির কোড অব কন্ডাক্টের ১ নম্বর ধারা অনুযায়ী এই শাস্তি পেয়েছেন ব্রাভো।

বুধবার আইসিসির পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সেন্ট লুসিয়া টেস্টের চতুর্থ দিনে আম্পায়াররা বার বার সতর্ক করে দেয়ার পরও ব্র্যাভো বাংলাদেশের কয়েকজন ব্যাটসম্যানকে কটূক্তি করা চালিয়ে যান।

টেস্ট শেষে ব্রাভোর বিপক্ষে অভিযোগ আনা হয়। কিন্তু তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। পরে দুই ফিল্ড আম্পায়ার স্টিভ ডেভিস ও রিচার্ড ইলিংওর্থের অভিযোগের ভিত্তিতে সেন্ট লুসিয়া টেস্টের ম্যাচ রেফারি রোশন মাহানামা আনুষ্ঠানিক শুনানির আয়োজন করেন। সেই শুনানিতে ব্রাভোর দোষ প্রমাণিত হলে তার ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেয়া হয়।

শুনানির পর আইসিসির ম্যাচ রেফারি রোশন মাহানামা বলেন, “আম্পায়াররা মনে করছেন ব্রাভোর আচরণ বিপক্ষ দলের খেলোয়ারদের সম্মানহানি ঘটিয়েছে। সুতরাং এই শুনানিতে তাকে প্রতিপক্ষ খেলোয়াড় ও আম্পায়ারকে সম্মানের বিষয়টি পুনরায় স্মরণ করিয়ে দেয়া হয়।”

প্রসঙ্গত, প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল পরাজয়ের পর দ্বিতীয় ও শেষ টেস্টে ২৯৬ রানে হার মানে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। আর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ