ইউএস ওপেনেও শেষ পর্যন্ত শিঁকে ছেঁড়েনি টেনিস তারকা ইউজিনি বাউচার্ডের৷চলতি বছরের তিনটা গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল অবধি আসতে পারলেও, জেতা হয়নি একটিতেও৷ পাশাপাশি উইম্বলডনের ফাইনালে উঠেও হারতে হয়েছিল বিশ্বের সাত নম্বর বাউচার্ডকে৷
তবে আপাতত টেনিস থেকে দূরেই রয়েছেন কানাডার এই টিনএজ টেনিস সুন্দরী৷সমুদ্র সৈকতে বিজ্ঞাপনের শ্যুটিংয়ে ব্যস্ত বাউচার্ড৷বুধবার নিজের ফেসবুক পেজে সেই কথাই জানালেন তিনি৷ পাশাপাশি ছবিও পোস্ট করেছেন বাউচার্ড৷- ওয়েবসাইট।