1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

টি-টোয়েন্টি অধিনায়ক হলেন আফ্রিদি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭২ Time View

afridi74বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ করার পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মোহাম্মদ হাফিজ। এরপর অনেক দিন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের পদটি খালি ছিল।

এ পদের জন্য অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দলের অভিজ্ঞ খেলোয়াড় শহিদ আফ্রিদির বাহুতেই উঠতে যাচ্ছে অধিনায়কের আর্মব্যান্ড। ইতিমধ্যে বিষয়টি ফয়সালা করা হয়েছে।
এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। এমনটাই জানা গেছে পাকিস্তান ক্রিকেট বোডের্র বিশ্বস্ত সূত্র থেকে (তথ্যসূত্র : দ্য ডন)।

তবে টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্ব থাকছে মিসবাহ-উল-হকের কাছেই। ২০১৫ বিশ্বকাপের আগে মিসবাহ যদি নিজের সেরা ফর্মে ফিরতে এবং দলকে আশানুরুপ ফল এনে দিতে না পারেন, তাহলে তাকে বাদ দিয়ে আফ্রিদিকে ওয়ানডের অধিনায়ক করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কারণ ওয়ানডে অধিনায়ক হিসেবে আফ্রিদি বেশ সফল। ততোটা সফল নন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে। আফ্রিদি এর আগে পাকিস্তানকে ১৯টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তার মধ্যে জয় ৮টিতে ও হার ১১টিতে। আর ওয়ানডেতে পাকিস্তানকে ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৮টিতে জয় ও ১৫টিতে হেরেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ