ইবোলা সংক্রমণকে বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি ঝুঁকি বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আটলান্টার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসিতে দেয়া এক বক্তব্যে বারাক ওবামা বলেন, ইবোলা যদি এখনই প্রতিরোধ না করা যায় তাহলে লাখ লাখ মানুষ সংক্রমিত হয়ে পড়বে। এ সময় তিনি এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের করণীয় ও ঘোষণা করেন।
বারাক ওবামা আটলান্টায় অবস্থিত যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিষয়ক গুরুত্বপূর্ণ সংস্থা সিডিসি গিয়েছিলেন মূলত বিশ্বজুড়ে ইবোলা সংক্রমণ প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের করণীয় কি সেই বিষয়ক দিক-নির্দেশনা দিতে।
এখানে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইবোলা ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
বারাক ওবামা এ সময় ঘোষণা দেন, আক্রান্ত দেশগুলোতে ৩ হাজার যুক্তরাষ্ট্রের সৈন্য পাঠাবার এবং সেখানে নতুন নতুন স্বাস্থ্যসেবা কেন্দ্র তৈরি করার।
এখানে উল্লেখ করা যেতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে দুনিয়াজুড়ে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষ মারা গেছে।