মঙ্গলবার থেকেই ইউরোপসেরার অভিযান শুরু হতে যাচ্ছে। আজ থেকেই শুরু হয়ে যাবে রাত জাগা। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, রানার্সআপ অ্যাথলেটিকো মাদ্রিদসহ ইংলিশ জায়ান্ট লিভারপুল, আর্সেনাল, ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস ও জার্মান জায়ান্ট ডর্টমুন্ড।
পরেরদিন মাঠে নামবে বার্সেলোনা, ম্যান ইউ, বায়ার্ন মিউনিখসহ বিশ্বসেরা অন্যান্য ক্লাব।
মঙ্গলবার ঘরের মাঠ বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ তুলনামূলক সহজ প্রতিপক্ষ সুইস ক্লাব বাসেল। তবে টানা হারে বেসামাল রিয়াল আজকের ম্যাচে কী করে সেটাই দেখার বিষয়।
তবে দিনের সবচেয়ে জমজমাট ম্যাচটি হবে ডর্টমুন্ডে। সেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ ইংলিশ দল আর্সেনাল।
বর্তমান রানার্সআপ অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস।
ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসের প্রতিপক্ষ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে উত্তীর্ন হওয়া মালামো।
অপর ম্যাচগুলোতে লিভারপুলের প্রতিপক্ষ লুডোগোরেটস। আর মোনাকোর প্রতিপক্ষ লেভারকুসেন। এদিকে বেনফিকা নামবে জেনিথের বিপক্ষে আর গ্যালাতাসারের প্রতিপক্ষ আন্ডারলেখট। -ওয়েবসাইট