উপনির্বাচনের হাওয়ায় অনেকটাই ম্লান মোদী ম্যাজিক৷ চিড় ধরল গুজরাট দুর্গেও৷ লোকসভা ভোটে ঐতিহাসিক জয়ের পর উপনির্বাচনে ধাক্কা খেল গেরুয়া দল৷ রাজ্যে ৯ বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র ৬টি আসন পেল বিজেপি৷অন্যদিকে বিজেপি’র কাছ থেকে ৩টি আসন ছিনিয়ে শিরোনামে উঠে এলো কংগ্রেস৷ উল্লেখযোগ্য
ভাবে গত মে মাসে লোকসভা নির্বাচনে গুজরাটে একটি আসনও পায়নি কংগ্রেস৷চমকপ্রদ ভাবে সেই রাজ্যের উপনির্বাচনেই তিন কেন্দ্র ম্যাঙ্গরোল, দীসা ও খাম্বালিয়াতে কামব্যাক করল কংগ্রেস৷
তবে নরেন্দ্র মোদির ছেড়ে যাওয়া ভদোদরা লোকসভা কেন্দ্রে জয়ের ধারা অব্যাহত রাখে বিজেপি৷তার মণিনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল৷ লোকসভা ভোটের পর উপনির্বাচন ছিল মোদি ঝড়ের গতি পরীক্ষা৷ সেই পরীক্ষায় অনেকটাই ব্যর্থ বিজেপি৷– ওয়েবসাইট।