1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

আফ্রিদিই টি-টোয়েন্টি অধিনায়ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭১ Time View

শহীদ আফ্রিদিকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ হাফিজের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ভারতে অনুষ্ঠিতব্য ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যরন্ত আফ্রিদি পাকিস্তান দলকে নেতৃত্ব দিবেন।image_98473_0

৩৪ বছর বয়সী আফ্রিদি দ্বিতীয় মেয়াদের জন্য পাকিস্তান টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। এর আগে ২০০৯ সালের আগস্ট থেকে ২০১১ সালের এপ্রিল পর্যৃন্ত তিনি সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে ১৯ ম্যাচে পাকিস্তান আটটি জয় পায়। পরাজিত হয় ১১ ম্যাচে।

গত তিন বছর ধরে আফ্রিদি কোনো ফরম্যাটেই পাকিস্তান দলকে নেতৃত্ব দেননি।

গত ১ বছরে ১১টি টি-টোয়েন্টি ম্যাচে আফ্রিদি ২৬.৮০ গড়ে ১০ উইকেট লাভ করেন। পাশাপাশি ১৫০ স্ট্রাইক রেটে ১৭৩ রান করেন।

এদিকে ওয়ানডে ও টেস্টে মিসবাহ উল হকের ওপরই আস্থা রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী বছরের বিশ্বকাপ পর্য ন্ত মিসবাহ দলকে নেতৃত্ব দিবেন বলে পিসিবি সূত্র জানিয়েছে।  -ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ