1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে পাল্টাপাল্টি গোলাবর্ষণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৭ Time View

ucren47পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতির মধ্যেই দেশটির বন্দর নগরী মারিওপোল থেকে পাল্টাপাল্টি ভারী গোলাবর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে বলে খবরে জানা যাচ্ছে। এর আগে সেখানে শুক্রবার শুরু হওয়া যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ করেছিলেন রাশিয়া এবং ইউক্রেনের নেতৃবৃন্দ।

তবে রেডক্রস বলেছে, ভারী গোলাবর্ষণের কারণে তাদের বেশকিছু ত্রাণবাহী ট্রাক বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহানস্কের দিক থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে।

বিবিসি জানিয়েছে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সেগুলো সরকারি চেকপয়েন্টগুলো লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। তবে ফিরতি গোলার আওয়াজও শোনা গেছে।

ফলে পাল্টাপাল্টি এই গোলাবর্ষণ যুদ্ধবিরতির ওপর কি ভূমিকা রাখবে সেটি এখুনি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তার আগেই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের জন্য ইউক্রেনের সরকারি বাহিনী ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পরস্পরকে দোষারোপ করেছে।

মস্কোতে দোনেস্ক পিপলস রিপাবলিকের স্বঘোষিত প্রধানমন্ত্রী আলেকজান্ডার জাখারশেঙ্কো অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি সঠিকভাবে পালিত হচ্ছে না।

আলেকজান্ডার জাখারশেঙ্কো বলেন, যুদ্ধবিরতি সবখানে একইভাবে পালন হচ্ছে না।

শুক্রবার দোনেস্কে সারারাত গোলাবর্ষণ করা হয়েছে। সকালে কিছুটা থামলেও পরে আবারো শহরের দুই জায়গায় নতুন করে গোলাবর্ষণ করা হয়েছে। এ অবস্থায় পুরোপুরি যুদ্ধবিরতি চলছে সেটা আমরা বলতে পারছি না।

এর আগে শুক্রবার শুরু হওয়া যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরেশেংকো।

দুই নেতা এ নিয়ে টেলিফোনে কথা বলেছেন। উভয়পক্ষই এ ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সরবরাহের ওপর গুরুত্বারোপ করেছেন।

তবে আন্তর্জাতিক সংস্থা রেডক্রস বলছে, ভারী গোলাবর্ষণের কারণে তাদের বেশকিছু ত্রাণবাহী ট্রাক লুহানস্ক থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে।

এদিকে ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিলে এর কড়া জবাব দেয়া হবে বলে সতর্ক করে দিয়েছে দেশটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ