1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

সাধারণ মানুষ নয়, বাংলাদেশে আইন ভাঙে অসাধারণরা: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮২ Time View

obaidul5সাধারণ মানুষ নয়, বাংলাদেশে ‘অসাধারণ ব্যক্তিরা’ আইন লঙ্ঘন করে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘ঢাকা মোটরবাইক শো ২০১৪’ উপলক্ষে আয়োজিত মোটরবাইক শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানটি বেলা ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও মন্ত্রীর আসতে দেড়টা বেড়ে যায়।

এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, সময়মতো অনুষ্ঠানে আসতে চেয়েছিলাম। প্রচন্ড যানজট থাকায় দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে অনুষ্ঠানে এসেছি। ট্রাফিক পুলিশ উল্টো পথে গাড়ি চালাতে বললেও শুনিনি। কারণ, আইন মেনে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।

মন্ত্রী বলেন, অসাধারণ লোকেরা আইন ভঙ্গ করে, সাধারণ মানুষ করে না। এখন সংসদ সদস্য লেখা স্টিকার ব্যবহার করে ভুয়া সংসদ সড়কে চলে, ভুয়া সাংবাদিক ও ভুয়া ডাক্তারও রয়েছে। তারা যা নন তা গড়িতে লিখে অপরাধ করে চলছে।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষিত, অসাধারণ ও ভিআইপিদের আইন মেনে চলতে হবে। এটিচুড ইজ এ লিটল থিং বাট ইট মেকস এ হিউজ ডিসটেন্স।

মোটর শোভাযাত্রার আয়োজক বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেসের (বিডিইএমএস) অপারেশন কো অর্ডিনেটর স্টিফেন এস চিসিম জানান, আগামী ১৮ থেকে ২১ সেপ্টেম্বর আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠে ঢাকা মোটরবাইক শো অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ৬, ১৩ ও ২০ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ