1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

আল-কায়েদা ও জঙ্গিগোষ্ঠী সম্পর্কে সরকার সতর্ক: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯০ Time View

kamal_8আল-কায়েদা ও জঙ্গিগোষ্ঠী সম্পর্কে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খবর বাসসের।

শুক্রবার রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে জামেআতুস সাহারা মাদ্রাসা মাঠে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ঢাকা মহানগর কমিটি এ সভার আয়োজন করে।

আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির ঘোষণা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সেদিকে আমাদের কঠোর নজর আছে। এ ধরনের কোনো কিছুকেই আমরা অবহেলা করছি না। এসবের সত্যতা ও গুরুত্ব কতটুকু সেটি আমরা খতিয়ে দেখব। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে।

একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যাকান্ড প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, এ হত্যাকান্ডের তদন্ত চলছে, তদন্ত শেষ হলে সবকিছু বলা যাবে।

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে আজকের এ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ