1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

আলাপ-আলোচনার মাধ্যমে পাহাড়ের অশান্তি দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৬ Time View

hasina pmআলাপ-আলোচনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির আইনি জটিলতা এবং পাহাড়ের অশান্তি দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী ভূমি সমস্যা সমাধানে ভূমি কমিশনকে আরো সক্রিয় হওয়ার কথা উল্লেখ করে বলেন, এ ধরনের সমস্যা সমাধানে পাহাড়ি-বাঙালি উভয়পক্ষকে আলোচনায় বসে সমাধান করতে হবে।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি নিশ্চিত করতে যা যা করণীয় তার সবই করবে সরকার। শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৫টি এরইমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সাময়িকভাবে অনেকেই বন্ধু সেজে সহযোগিতার হাত বাড়াতে পারে, তাদের উদ্দেশ্য ভালো নয়। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে।

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে যারা বাস করেন তাদের নিজ নিজ এলাকার ভূমির ওপর অন্যান্য এলাকার মানুষের মতোই অধিকার রয়েছে। কেননা তারা আমাদের দেশের নাগরিক। মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশের দায়িত্ব ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠীর মাতৃভাষা রক্ষা করা।

প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ যাতে তাদের মাতৃভাষায় শিক্ষা নিতে পারে এরই মধ্যে সে ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ