মাত্র ৫০ দিনের মাথায় বিশ্বচ্যাম্পিয়ন জার্মানদের ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে হারার আর্জেন্টিনা প্রতিশোধ নিয়েছে। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় বিশ্বকাপের পর প্রথমবারের মতো আনত্মর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হয় বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টাইনরা।
অ্যাঙ্গেল ডি মারিয়ার জাদুকরী ফুটবল আর দলীয় দারম্নণ বোঝাপড়ায় জার্মানির বিশ্বচ্যাম্পিয়ন উপাধিতে লজ্জা মেখে দিয়েছে আর্জেন্টিনা।
খেলা শুরম্নর ২০ মিনিটের মাথায় ডি মারিয়ার পাশ থেকে জালে বল জড়ান আর্জেন্টিনার আগুয়েরম্ন। বিরতীর আগে নয়্যারকে দ্বিতীয়বার পরাসত্ম করেন লামেলা, এবারও গোলের উৎস ছিলেন মারিয়া। ২-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরম্নতেই ডি মারিয়ার ফ্রি কিক থেকে জার্মানদের জালে বল জড়ান ফার্নান্দেজ। এরপর খেলার ৫০তম মিনিটে ব্যবধান আরেক দফা বাড়ান ডি মারিয়া নিজে।
শেষ অবধি ৪-২ গোলে ম্যাচ জিতে জার্মানদের বিপড়্গে বিশ্বকাপে হারের প্রতিশোধ নিলো আর্জেন্টাইনরা। টানা দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হিসেবে মার্টিনোর যাত্রাটাও হয়েছে শুভ। আর বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলতে নেমে জার্মানির সঙ্গী হয়েছে হারের লজ্জা। সঙ্গে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদও নিতে হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।