1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

সিরিয়ার আকাশে ওড়বে মার্কিন গোয়ন্দা বিমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪
  • ৬৩ Time View

সিরিয়ার আকাশে গোয়েন্দা বিমান ওড়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকার সবচেয়ে বড় হুমকি হিসেবে সম্প্রতি আবির্ভূত কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহ ও তাদের কর্মকাণ্ড নজরদারিতে মঙ্গলবার এ অনুমোদন দেয়া হয়েছে।image_95808_0

চালকবিহীন ড্রোন বিমানের মাধ্যমেও অভিযান চালাবে আমেরিকা। সিরিয়ার অভ্যন্তরে আইএস’র বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা পরিচালনার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এ অনুমোদনকে।

আমেরিকার বিভিন্ন স্যাটেলাইট ও অন্যান্য গোয়েন্দা সূত্রে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা বিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হোয়াইট হাউজ বলছে, সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনার ব্যাপারে ওবামা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হননি। তবে এরই মধ্যে ইরাকে ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে বিমান অভিযান চালিয়েছে আমেরিকা।

গত সপ্তাহে অনলাইনে এক মার্কিন সাংবাদিককে হত্যার ভিডিও প্রকাশ করে আইএস। অপর এক মার্কিন সাংবাদিককেও মেরে ফেলার হুমকি দেয়া হয়। একইভাবে তাদের হাতে বন্দি বাকি মার্কিনিদের একই পরিণতি হবে বলে হুমকি দেয় সংগঠনটি।
এর পরপরই শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদার পরিবর্তে আমেরিকা ইসলামিক স্টেটকে তাদের ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে চিহ্নিত করে। সূত্র: আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ