সিরিয়ায় দুই বছর আগে অপহৃত এক মার্কিন সাংবাদিক কাতারের মধ্যস্থতায় মুক্তি পেয়েছেন। পিটার থিও কার্টিস নামের ওই সাংবাদিকে রোববার গোলান মালভূমিতে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর হাতে তুলে দেয়া হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, কার্টিসকে মেডিক্যাল চেকআপের পর মার্কিন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাতার ও মার্কিন সরকার এবং কার্টিসকে উদ্ধারে সহায়তকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছে তার পরিবার।
২০১২ সালের অক্টোবর মাসে আল কায়েদা সমর্থিত আল নূসরা ফ্রন্ট ওই সাংবাদিককে অপহরণ করে।
কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে) জানিয়েছে, সিরিয়ার সাম্প্রতিক অভ্যুত্থানের খবর সংগ্রহ করতে গিয়ে এ পর্যন্ত অন্তত ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। সূত্র: আলজাজিরা