1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

সৌদিতে এমআরপি পাসপোর্টের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪
  • ১০৪ Time View

সৌদি আরবে এমআরপি পাসপোর্টের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। সোমবার সন্ধ্যায় রাজধানী রিয়াদের হোটেল শেরাটনে মন্ত্রী এমআরপি’র উদ্বোধন করেন।image_94947_0

আউট সোর্সিংয়ের মাধ্যমে মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। ২০১৫সালের মধ্যে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদানের ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে মালয়েশিয়াভিত্তিক আউট সোর্সিং কোম্পানি আইরিশ, সৌদি আরবের কোয়াড এবং কম্পিউটার সোর্স বাংলাদেশ।

২০১৫ সালের নভেম্বর মাসের পর থেকে এমআরপি পাসপোর্ট ছাড়া হাতে লেখা কোনো পাসপোর্ট দিয়ে বাংলাদেশিরা কোনো দেশে যাতায়াত করতে পারবে না এবং এ সময়ের মধ্যেই বিদেশ ভ্রমণেচ্ছুক বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট গ্রহণ করতে হবে।

মন্ত্রী বলেন, “সরকারের দেয়া ওয়াদা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপগুলোর মধ্যে এটি একটি।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহা. শহীদুল ইসলাম, আইরিশ এর সিইও, কোয়াড এব ব্যবস্থাপনা পরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি অ্যান্ড ইমিগ্রেশন বিভাগের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল মাবুদ পিপিএম, এমআরপি এবং এমআরভি প্রজেক্টের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান প্রমুখ।

এসময় অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ