আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, গত বছর বরখাস্তকৃত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির অন্তত ৮১৭ সমর্থককে হত্যা ছিল মিসরীয় নিরাপত্তা বাহিনীর মানবতাবিরোধী অপরাধ।
আমেরিকাভিত্তিক সংস্থাটি জানিয়েছে, রাবা আল-আদাবিয়া মসজিদের আশপাশে এক দিনেই অন্তত এক হাজার লোক মারা গিয়েছিল। সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমনের জন্য নিরাপত্তা বাহিনীর অভিযানকালে তারা নিহত হয়।
হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রুথ বলেন, ‘সাম্প্রতিক ইতিহাসে এক দিনের বিক্ষোভে এটাই বিশ্বে বৃহত্তম হত্যাকাণ্ড।’
হিউম্যান রাইটস ওয়াচ মিসরে গিয়েই এই রিপোর্ট প্রকাশ করতে চেয়েছিল। কিন্তু সোমবার সংস্থাটির কর্মকর্তাদের মিসরে প্রবেশ করতে দেয়া হয়নি।
গ্রুপটি জুলাই ও আগস্ট মাসে সামরিক অভ্যুত্থানবিরোধী ছয়টি বিক্ষোভের ওপর হামলার তদন্ত করে।
ওই সময়ের সেনাপ্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্ট মুরসিকে সরিয়ে দিলে ওই বিক্ষোভ হয়েছিল।
ওই সময়ে সবচেয়ে নির্মম হত্যাকাণ্ডটি ঘটে রাবা আল-আদাবিয়া মসজিদকে ঘিরে। প্রতিবেদনে বলা হয়, মিসরীয় বাহিনী বিক্ষোভ দমনের নামে সেখানে কয়েক হাজার লোককে হত্যা করার পরিকল্পনা করেছিল।
এতে বলা হয়, ওইদিন অন্তত ৮১৭ জন নিহত হয়েছিল। তবে প্রকৃত সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।
প্রতিবেদনে বলা হয়, যে ভয়াবহ ও পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়, সেটাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা যায়। মিশর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই সহিংস ক্র্যাকডাউনের পরিকল্পনা করা হয়েছিল।