1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

আমেরিকায় ফিতরা সর্বনিম্ন ৬ ডলার, সর্বোচ্চ ৩২

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০১৪
  • ৮৮ Time View

আমেরিকায় এবার ফিতরা সর্বনিম্ন ছয় ডলার এবং সর্বোচ্চ ৩২ ডলার। বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া জানান, এবার সর্বনিম্ন ফিতরা হচ্ছে ছয় ডলার এবং সর্বোচ্চ ৩২ ডলার। তবে বিত্তশালীদের সর্বনিম্ন ১০ ডলার ফিতরা দেয়া উচিত।image_91268_0

এদিকে, জ্যামাইকার দারুস সালাম মসজিদের ইমাম মওলানা আব্দুল মুকিত জানান, ফিতরা হচ্ছে রোজার কাফফারা। রোজা রাখার সময় অনেকেরই অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে। আর সেই ভুলের কাফফারা হচ্ছে ফিতরা।

তিনি জানান, সাধারণত গম, ভুট্টা, খেজুর ও কিচমিচের মূল্যের ওপর নির্ভর করে ফিতরা নির্ধরণ করা হয়।

তিনি আরো জানান, এবার বাজারে দুই কেজি খেজুরের মূল্য হচ্ছে সাত থেকে আট ডলার। সেই অনুযায়ী এবার সর্বনিম্ন ফিতরা হচ্ছে আট ডলার।

এস্টোরিয়ার আল আমিন মসজিদের ইমাম মওলানা মুহাদ্দেস মঈনুদ্দীন অবশ্য জানান, এবারের ফিতরা ১০ ডলার। অন্যান্য মসজিদের ফিতরার ঘোষণা দিয়েছে।

কোনো কোনো মসজিদের ইমাম অবশ্য বলছেন, সর্বনিম্ন ফিতরা ৭, ৮ ডলার। তবে অনেকে এবারের সর্বনিম্ন ফিতরা ৬ ডলার এবং সর্বোচ্চ ৩২ ডলার বলে মত দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ