1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন

আরও দুটি রুশপন্থী নিয়ন্ত্রিত শহর দখলে নিয়েছে ইউক্রেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০১৪
  • ৯৩ Time View

আরও দুটি রুশপন্থী শহর পুনঃদখলে নিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। শহর দুটো হলো আরতিওমিভস্ক ও দ্রুজকিভকা। রাষ্ট্রপতি পেত্রো পোরোশেঙ্কোর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। বিবিসি।pro-russians

রুশপন্থী অধ্যুষিত অন্যতম এলাকা স্লোভিয়ানস্ক দখলের একদিন পরই এ বিজয় অর্জন করলো ইউক্রেনীয় সেনারা। কিন্তু পূর্বাঞ্চলীয় অঞ্চলসমূহের মানুষ যা চাইছেন তা হয়ত পোরোশেঙ্কোর মতের সঙ্গে মিলছে না।

রোববার রুশপন্থী অধ্যুষিত রুশভাষী অঞ্চল দনেৎস-এ সাধারণ মানুষের বড় একটি মিছিল বের হয় রাজপথে। যারা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করছিল।

এদিকে দনেৎসের রুশপন্থীরা রোববার রাষ্ট্রায়ত্ব কারাগার রক্ষীদের সদর দপ্তর আক্রমণ করেছে বলে জানা গেছে। সেখান থেকে অস্ত্র সংগ্রহই ছিল তাদের উদ্দেশ্য।

উল্লেখ্য আরতিওমিভস্ক ও দ্রুজকিভকা রণকৌশলগত দিক থেকে স্লোভিয়ানস্কের মতো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এর মাধ্যমে সরকারী বাহিনীর তৎপরতার ধারাবাহিকতাটুকু বোধগম্য হয়।

স্লোভিয়ানস্ক থেকে পালিয়ে গেলেও দনেৎস ও লুহানস্ক এখনও রুশপন্থীদের দখলে। এবং এ দুটো শহরকে কেন্দ্র করেও তাদের রণকৌশল পুরো যুদ্ধের ফলাফলকে উল্টে দিতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ