1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

ইয়েমেনে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ৮৫

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০১৪
  • ৭৬ Time View

ইয়েমেনে বিবাদমান দুটি ধর্মীয় সম্প্রদায়ের সংঘর্ষে গত এক সপ্তাহে কমপক্ষে ৮৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন সৈন্যও রয়েছেন।image_96848_0.gif

ইয়েমেনের সেনা কর্মকর্তারা বলছেন, রাজধানী সানার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আমরান শহরের চারপাশে গত কয়েক দিন ধরে শিয়া বিদ্রোহী গোষ্ঠি হাওয়াথিসদের সঙ্গে সুন্নি উপজাতিদের দল ইসলামিস্ট ইসলাহ পার্টির সমর্থদের সংঘর্ষ চলছে। সানা এবং আমরান শহরের মধ্যবর্তী সড়ক জুড়ে দু পক্ষের লোকজন এ সংঘর্ষ চালিয়ে যাচ্ছে এবং রাজধানীর শহরতলিতেও তা ছড়িয়ে পড়েছে।
আমরানের স্থানীয় কর্মকর্তাদের অভিযোগ, এই সংঘর্ষে সেনা ইউনিটগুলো ইসলামি উপজাতীদের সমর্থন দিচ্ছে এবং হাওয়াতিসদের শহরে প্রবেশে বাধা দিতে চারপাশ ঘেরাও করে রেখেছে। এর মধ্যেই শিয়া বিদ্রোহীরা আমরানের বিভিন্ন শহরতলি দখল করে ফেলেছে।

আমরানের মাহমুদ তাহা নামের এক সমাজ কর্মী বলেন, দু পক্ষের লড়াইয়ের ফলে শহরটিতে নানা মানবিক বিপর্যয় চলছে। শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে এবং জ্বালানি ও ওষুধ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।নিরাপত্তা বাহিনী শহরটি অবরোধ করে রাখায় এখানে খাদ্য সামগ্রি সরবরাহে বিঘ্ন ঘটছে। ফলে এগুলোর আকাশছোঁয়া দাম বেড়েছে।

শিয়া সম্প্রদায়ভুক্ত হাওথিসরা গত কয়েক মাস আগে চরমপন্থি সুন্নি উপজাতি সালাফিদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তারা সালাফিদের শক্তিশালী ঘাঁটিগুলো দখল করে নেয়ার পর লড়াই তীব্র আকার নিয়েছে। বেশ কয়েকবার এ লড়াই বন্ধের উদ্যোগ নেয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ