কানাডায় এক হেলিকপ্টারে করে জেল ভেঙ্গে পালিয়েছে তিন কয়েদি। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে বিবিসি।
শনিবার কুইবেক প্রদেশের ওরসাইনভিল করাগারে এই অভিনব বন্দী পলায়নের ঘটনাটি ঘটেছে। তাদের গ্রেপ্তার করতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। পালিয়ে যাওয়া বন্দীদের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন, ইভেস ডেনিস, ডেনিস লেফেব্রে এবং সার্গেই পোমেরলেয়াউ। কয়েদিরা হেলিপ্টারে করে কানাডার পশ্চিমাঞ্চলে পাড়ি জমিয়েছে বলে ধারনা করছে পুলিশ। তবে তারা কিভাবে পালিয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।