1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

মিশরে আন্দোলন চালিয়ে যেতে মুরসির আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০১৪
  • ৬৮ Time View

মিশরে জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাচ্যুত ও কারাবন্দি প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি।কারাগার থেকে পাঠানো তার এ বার্তা মুরসির টুইটারে প্রকাশ করা হয়েছে।83613_1

মুরসি বিরোধী সামরিক অভ্যুত্থানের নায়ক জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসিকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ঘোষণার এক দিন পর এ বার্তা প্রকাশিত হয়।

বার্তায় মিশরের জনগণকে সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘অচিরেই বিপ্লব সফল হবে।’

নিজ সমর্থকদের কাছে লেখা মুরসির বার্তায় বলা হয়েছে, ‘আপনাদের প্রতি মিশরের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর সমর্থন রয়েছে। আপনারা বিপ্লবের পটভূমি তৈরি করে দেবেন বলে জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে.. বিপ্লব আপনাদের ওপর নির্ভর করছে এবং আমার বিশ্বাস আপনারা এ
বিপ্লবকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেবেন।’

কারাগার থেকে পাঠানো এ বার্তায় মুরসি ক্ষমতায় থাকাকালে ‘কিছু ভুল’ করার কথা স্বীকার করেছেন। সেইসঙ্গে দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বলেন, ‘আমি সঠিক কাজ যেমন করেছি তেমনি আমার কিছু ভুলও
ছিল। কিন্তু আমি আপনাদের বা এই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি এবং ভবিষ্যতেও করবো না।’

গত বছর জুলাই মাসে ব্রাদারহুড নেতা ও তৎকালীন প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত
করেন জেনারেল সিসি। এরপর নিরাপত্তা বাহিনীর গুলিতে হাজার হাজার ব্রাদারহুড কর্মী নিহত হন। আরো হাজার হাজার মুরসি সমর্থককে কারাগারে নিক্ষেপ করা হয়।

এরই মধ্যে প্রহসনের বিচারে সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে শত শত ব্রাদারহুড কর্মীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ