1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

ডা. মাহাথির বৃত্তি পেলেন ঢাবির ছয় শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪
  • ৮৫ Time View

du_mahatirকৃতিত্বপূর্ণ ফলের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছয়জন মেধাবী শিক্ষার্থী ‘তুন ডা. মাহাথির বিন মোহাম্মদ স্কলারশিপ’ লাভ করেছেন। ২০১১ ও ২০১২ সালের বিবিএ (সম্মান) এবং বিএসএস (সম্মান) পরীক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য তাদের এ স্কলারশিপ দেয়া হয়।

বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী  নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই স্কলারশিপের চেক তুলে দেন।
 
বৃত্তিপ্রাপ্তরা হলেন- লামিয়া মোমেন, মো. রেজোয়ানুল হক মাসুদ (বিএসএস, আন্তর্জাতিক সম্পর্ক), মো. রেজাউল ইসলাম, মো. জাহিদুল ইসলাম সরকার (বিএসএস, গণযোগাযোগ ও সাংবাদিকতা), সাইফুল ইসলাম এবং মৌরি মেহতাজ (বিবিএ, ইন্টারন্যাশনাল বিজনেস)।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নিজেদের মধ্যে নেতৃত্বের মনোভাব গড়ে তুলতে হবে।  নতুন কিছু অর্জনের জন্য শিক্ষার্থীদের নতুন নতুন স্বপ্ন দেখতে হবে এবং অবশ্যই নতুন কিছু করতে হবে।”

তিনি আরো বলেন, “মালয়েশিয়ার বিশ্বনন্দিত নেতা ডা. মাহাথির বিন মোহাম্মদ বাংলাদেশের একজন মহান বন্ধু। তাঁর নামে ট্রাস্ট ফান্ড গঠনের উদ্যোগ বিএমসিসিআইকে ধন্যবাদ।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার নরলিন বিনতে ওথমান এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)-এর প্রেসিডেন্ট নাসির এ চৌধুরী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো.কামাল উদ্দীন ধন্যবাদ জ্ঞাপন করেন। বিএমসিসিআই-এর সেক্রেটারি হাসানুর রহমান চৌধুরী মাল্টিমিডিয়া প্রেজেনটেশনে তুন ডা. মাহাথির বিন মোহাম্মদ  এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ