1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

আরডি মিল্কের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪
  • ১০১ Time View

উত্তরাঞ্চলের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান রংপুরের মিঠাপুকুরের বলদিপুকুরে অবস্থিত রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড (আরডি মিল্ক) ২০১৩ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়াও আরও পাঁচটি নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।image_83886_0

বৃহস্পতিবার আরডি মিল্কের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেন আরডি মিল্কের চেয়ারম্যান শিল্পপতি এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর।

তিনি বলেন, “২০০৫ সালে যাত্রা করে ২০০৬ সাল থেকে উৎপাদন শুরু  করার পর এই শিল্প প্রতিষ্ঠানটি রংপুর অঞ্চলের ২৫ হাজার গাভী পালনকারী পরিবারের লক্ষাধিক মানুষের আয়ের পথ তৈরি হয়েছে। এছাড়াও সরাসরি পাঁচশ’ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে যা এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে।”

প্রতিষ্ঠানটি শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত এবং সারা দেশে প্রতিষ্ঠানটির ৩০ হাজার শেয়ার হোল্ডার রয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক এমএ কবির, পরিচালক আব্দুল আউয়াল, স্বাধীন পরিচলক মো. রেজাউল করিম ও আহমেদ হোসাইন। এ সময় প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ