1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

৮ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০১৪
  • ৭৮ Time View

poribohon dormoghotঢাকা, গাজীপুর ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ছয় জেলার সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে এ ধর্মঘট স্থগিত করে ঢাকা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

পরিষদের আহ্বায়ক আমিনুল হক শামীম জানান, মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়ায় আজ সন্ধ্যা ৬ টা থেকে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২৯ মে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসব বিষয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি জানিয়েছেন।

এ ধর্মঘটের ফলে বৃহত্তর ময়মনসিংহের জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও গাজীপুর জেলায় জনজীবন কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।

এর আগে, ঢাকা-গাজীপুরসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সকল জেলা পরিবহন মালিক-শ্রমিকদের যৌথসভা শেষে সোমবার বিকাল ৩টায় ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলায় এ ধর্মঘট চলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ