1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

‘সারা বছরই ভোটার হওয়া যাবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০১৪
  • ৮০ Time View

election_commisionনির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, ভোটার তালিকা হাল নাগাদ করার আইনটি সংশোধন করা হবে। আইন সংশোধনের পর ভোটার হওয়ার যোগ্যরা সারা বছরই ভোটার হতে পারবেন।

শনিবার সকাল ১১টার দিকে গাজীপুরের কাপাসিয়ায় ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদ করার কাজ সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাবেদ আলী বলেন, আইন অনুযায়ী বর্তমানে ভোটার তালিকা হাল নাগাদ করার ক্ষেত্রে প্রতিবছর ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে কেবল তারাই ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন। কিন্তু একদিন পরে যার জন্ম হয় তাকে এক বছর অপেক্ষা করতে হয়। এ কারণে আমরা ভোটার তালিকা হাল নাগাদ করার চেষ্টা করছি। তাহলে সবাই সময় হলেই ভোটার হতে পারবে।

তিনি বলেন, কেউ বাদ পড়লে নাম অন্তর্ভুক্ত করা যাবে, কিন্তু একজনও ভুয়া ভোটার নাম অন্তর্ভুক্ত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় নির্বাচন কমিশনার কাপাসিয়া বাজারের বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলেন। যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাদের সবাই যাতে ছবিসহ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন সেজন্য সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান ও কাপাসিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ