1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

খাদ্য সুরক্ষা আইন কঠোর করার আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০১৪
  • ৭৯ Time View

food_pভেজালমুক্ত খাদ্য পাওয়ার অধিকার সংরক্ষণ করার দাবি জানিয়েছে অ্যাডভোকেটিং ফুড সেফটি ইন বাংলাদেশ। তারা বলেছে, খাদ্যে ভেজাল রোধে খাদ্য সুরক্ষা আইন আরও কঠোর করতে হবে।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এই দাবি জানান।

বক্তারা বলেন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পাওয়ার অধিকার সব নাগরিকের রয়েছে। তাই খাদ্যে ভেজাল মেশানো প্রতিরোধ করে মানুষের অধিকার রক্ষা করতে হবে।

তারা বলেন, বাংলাদেশে বর্তমানে আশঙ্কাজনকভাবে খাদ্যে ভেজাল মেশানো হচ্ছে। এই প্রবণতা কমানোর জন্য প্রান্তিক থেকে শুরু করে সব পর্যায়ের মানুষের মধ্যে ভেজাল বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।

সংগঠনটির নেতারা জানান, খাদ্যে ভেজাল মেশানো প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি সরকারের কাছে একটি পিটিশিন পাঠাবে। খাদ্য সুরক্ষা আইন আইন আরও কঠোর করা এবং ভেজাল সম্পর্কে কৃষক, ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হবে সেখানে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্বাস হোসেন, নওশিন কাইন, ফাইয়াজ মুস্তাফা, আজরা সালিম, জিসান খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ