1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০১৪
  • ৭৯ Time View

image_82136_0সপ্তাহজুড়ে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে সূচক কমেছে ১৩৮ দশমিক ১৬ পয়েন্ট বা ৩ দশমিক ০৩ শতাংশ এবং সিএসইতে সূচক কমেছে ২৫৫ পয়েন্ট বা ২ দশমিক ৯০ শতাংশ।

ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত সপ্তাহজুড়ে ডিএসইএক্স সূচক কমেছে ১৩৮ দশমিক ১৬ পয়েন্ট বা ৩ দশমিক ০৩ শতাংশ এবং লেনদেন কমেছে ৪৫৭ কোটি ৬৬ লাখ ৩১ হাজার ৩৩৬ টাকা বা ২৩ দশমিক ৯২ শতাংশ।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে ৪ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে এক হাজার ৪৫৫ কোটি ৬৬ লাখ ৩১ হাজার ৩৩৬টাকা। যা আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে ২৩ দশমিক ৯২ শতাংশ। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল এক হাজার ৯১৩ কোটি ৩২ লাখ ৪১ হাজার ২৯ টাকার শেয়ার।

গত সপ্তাহে চার কার্যদিবসে দৈনিক গড় লেনদেন কমেছে। গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৪২৩ টাকা। এর আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ২৮২ কোটি ৬৬ লাখ ৪৮ হাজার ২০৬ টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৪ দশমিক ৯০ শতাংশ।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইএক্স সূচক ছিল চার হাজার ৫৫৫ দশমিক ১২ পয়েন্ট শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় চার হাজার ৪১৬ দশমিক ৯৬ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১৩৮ দশমিক ১৬ পয়েন্ট বা ৩ দশমিক ০৩ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৪ কার্যদিবসে লেনদেন হওয়া ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৭টির কমেছে ২২০টির, অপরিবর্তিত ১৬টির এবং বন্ধ ছিল তিনটি প্রতিষ্ঠানের লেনদেন। এর আগের সপ্তাহে হওয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছিল ১৬৩টির, কমেছে ১১৪টির, অপরিবর্তিত ২৪টির এবং ৩টি প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ ছিল।

অন্যদিকে সাপ্তাহিক দরবৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো-জেএমআই সিরিঞ্জ, কহিনুর কেমিক্যাল, ফার্মা এইড, ডেল্টা স্পিনিং, সেন্টাল ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোকেমিক্যাল, লিজেন্সি ফুড ওয়ার, সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ও পুরবী ইন্সুরেন্স।

ডিএসইতে দর হারানো শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো- রেনেটা লিমিটেড, এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, বে-লিজিং, এসিআই লিমিটেড, জেনারেশন নেক্সট, শাহজালাল ইসলামি ব্যাংক, বিডি ফাইন্যান্স, এপেক্স ফুড, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও রূপালী ব্যাংক।

অপরদিকে গত সপ্তাহে সিএসই’র সাধারণ সূচক কমেছে ২৫৫ পয়েন্ট বা ২ দশমিক ৯০ শতাংশ এবং লেনদেন কমেছে ১৮ কোটি ৮৯ লাখ টাকা। গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সিএসইর সাধারণ সূচক ছিল আট হাজার ৭৬৩ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় আট হাজার ৫০৮ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ২৫৫ পয়েন্ট বা ২ দশমিক ৯০ শতাংশ।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১১৭ কোটি ৩৬ লাখ টাকা। আগের সপ্তাহের থেকে লেনদেন কমেছে ১৮ কোটি ৮৯ লাখ টাকা। এর আগে সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ১৩৬ কোটি ২৫ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে গড় লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৯ কোটি ২৪ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ