রংপুরের কাউনিয়ায় তিস্তা ব্রিজের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন এক নেপালি পর্যটক। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
এদিকে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করলেও সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, শুক্রবার সকালে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৮ সদস্যের একটি পর্যটক দল কাউনিয়া তিস্তা ব্রিজ এলাকায় পিকনিতে আসে। ব্রিজ থেকে ৩০০ গজ দূরে চর এলাকায় বল খেলার পর দুপুরে সবাই নদীতে গোসল করতে নামেন। পরে সবাই নদী থেকে উঠে এলেও পবন কুমার (৩২) নামের নেপালি পর্যটক উঠে আসতে পারেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।
পরে রংপুর ও কাউনিয়া ফায়ার সার্ভিস থেকে চারটি টিম সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।