বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকারী কে তা জানেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, “আমি জানি, দেশবাসী জানে, জিয়ার খুনি কে। জিয়ার পাশের কক্ষে কে ছিলেন। তার সঙ্গে খালেদা জিয়া ২০ বছর রাজনীতি করেছেন, কিন্তু বিচার করেননি।”
বিএনপির পাশাপাশি গুম ও হত্যার জন্য সরকারের সমালোচনা করেন এরশাদ।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুব সংহতির কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, “গুম, খুন ও অপহরণ বন্ধে সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এখন অন্যকে দোষারোপ করছে। দেশ এখন হিটলার-মুসেলিনীর শাসনের চলছে।”
ইতিহাসের দুই স্বৈরশাসক হিটলার ও মুসেলিনীর শাসনের সঙ্গে ‘বর্তমান সরকারকে’ তুলনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ।
সভায় সভাপতিত্ব করেন যুবসংহতি সভাপতি রেজাউল ইসলাম ভূঁইয়া।
বক্তৃতা রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম-মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, যুব সংহতি সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।