1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

টক’শোতে লাইভ মারামারি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০১৪
  • ১০২ Time View

takshowজর্ডানের একটি লাইভ টেলিভিশন টক’শোতে মারামারি করে সেট উলটে ফেলে দিয়েছেন অতিথিরা।

জর্ডানের সেভেন স্টার টিভি নেটওয়াকের্র “বিটউইন অপোজিং ওপিনিওনস” (বিরোধী মতামত) টক’শোতে অংশ নিতে এসেছিলেন এই দুই অতিথি।

এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে পড়েন। জেইসুরি জোহারিকে সিরীয় বিপ্লবের সমর্থক হিসেবে অভিযুক্ত করেন। জবাবে জোহারি অভিযোগ করেন জেইসুরি বাশার আল আসাদের কাছ থেকে টাকা নিয়ে তাকে সমর্থন করছেন।

তারপর দুজনেই লাফিয়ে উঠে একে অপরকে আক্রমণ করেন। তারা তাদের সামনে গোল টেবিলটি উলটে ফেলেন এবং পরস্পরদের দিকে ছুটে যান।

টক’শোর প্রেজেন্টার যুহাইর আল আজ্জা দুজনকেই থামানোর চেষ্টা করেন, কিন্তু জেইসুরি দিকে জোহারির লাথিকে থামাতে পারননি। শেষে অন্যান্য কলা-কুশলিরা দুজনকে বের করে নিয়ে যান। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো নেয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ