1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

রুশপন্থিদের গুলিতে ইউক্রেন সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০১৪
  • ৬৮ Time View

image_80340_0ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লাভিয়ানস্ক শহরে রুশপন্থি অস্ত্রধারীদের গুলিতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর স্বীকার করেছে।

মন্ত্রণালয় বলেছে, রুশপন্থিরা মেশিনগান নিয়ে ব্যাপক গুলি ছোঁড়া শুরু করলে এমআই-২৪ হেলিকপ্টারটি স্লাভিয়ানস্ক শহরের একটি নদীর মধ্যে পড়ে যায়। তবে এর পাইলট বেঁচে গেছেন বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে, স্লাভিয়ানস্ক শহরের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ভর্তি হওয়া গুলিবিদ্ধ সাত ব্যক্তির মধ্যে দু জন মারা গেছে।

রুশপন্থি বিক্ষোভকারীরা জানিয়েছে, স্লাভিয়ানস্ক শহরে নতুন করে ইউক্রেনের সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তাদের অন্তত ২০ জন কর্মী নিহত হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বলছেন, অভিযানের সময় চার সেনা মারা গেছে।

ইউক্রেনের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বান কি মুন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। একইসঙ্গে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য তিনি সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ২ মে থেকে ইউক্রেন সরকার স্লাভিয়ানস্ক শহরে নতুন করে সেনা অভিযান শুরু করেছে। জেনেভা চুক্তিতে সব ধরনের বল প্রয়োগের বদলে শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের কথা বলা হলেও তা মানছে না ইউক্রেন সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ