1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

তিস্তা চুক্তি অবশ্যই হবে: সন্দীপ কুমার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০১৪
  • ৮৮ Time View

image_80066_0বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সন্দীপ কুমার চক্রবর্তী বলেছেন, “তিস্তার পানি চুক্তি অবশ্যই হবে। কারণ এটা ভারতের কেন্দ্রীয় সরকারের অঙ্গীকার। গঙার পানি চুক্তির সময় কিছু জটিলতা সৃষ্টি হলেও পরবর্তীতে তা বাস্তবায়িত হয়েছে।”

রোববার দুপুরে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনে এসে সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সন্দীপ কুমার বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক অব্যাহত রয়েছে। গত কয়েক বছরে এ সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে। কোনো অবস্থাতেই এ সম্পর্ক নষ্ট হবে না।”

তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে যে সুদৃঢ় সম্পর্ক রয়েছে তা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের মধ্যে নেই।”

ভারপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনারের সফরের সময় উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক জাফর উল্লাহ, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

পরে তিনি উত্তরা গণভবন পরিদর্শন শেষে নওগার উদ্দেশে রওয়ানা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ