1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

‘নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিকদের বিমা জরুরি’

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০১৪
  • ৮০ Time View

image_80060_0শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিকদের বিমা করা জরুরি বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অবলেবার স্টাডিজের (বিলস) নেতারা।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্চে বাংলাদেশ ইনস্টিটউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত মে দিবস উপলক্ষে দিবসের চেতনা ও নির্মাণ শ্রমিকসহ অন্যান্য শ্রমিকদের গোষ্ঠী জীবন বিমা সরকারের সাম্প্রতিক উদ্যোগ: চ্যালেঞ্জ ও করণীয় সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে বক্তারা বলেন, বিমা করে শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকি এড়ানো যায়। তাই প্রত্যেক শ্রমিকদের জীবনের নিরাপত্তায় বিমা করা জরুরি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান।

এ সময় তিনি নির্মাণ খাতে কাজের ধরণ ও কর্মপরিবেশ, নির্মাণ ও কাঠ শিল্প নিম্নতম মজুরি বোর্ড ঘোষিত সর্বনিম্ন মাসিক মজুরি, বাংলাদেশের নির্মাণ শিল্প খাত, নির্মাণ শ্রমিকের মজুরি ও আর্থসামাজিক অবস্থা, নির্মাণ শ্রমিকের দুর্ঘটনার পরিসংখ্যান, সামাজিক নিরাপত্তা গোষ্ঠী বীমাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

অধ্যাপক মনিরুল ইসলাম বলেন, “বাংলাদেশ এখনো সম্পূর্ণ কল্যাণমুখি হয়ে ওঠতে পারেনি। তাই বাজার অর্থনীতির মধ্য দিয়ে শ্রমিকের কল্যাণ নিশ্চিত করতে হবে। কেননা শ্রমিক কল্যাণের মধ্য দিয়ে দেশের অর্থনীতির উন্নয়নের চাকাকে গতিশীল করা সম্ভব।”

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বলেন, “বিমা কোনো সাহায্য নয় আপনার অধিকার। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও অনেকের দক্ষতা রয়েছে। তাই তাদের দক্ষতা নিরপূনের প্রক্রিয়া চলছে। আটটি সেক্টরে এ বিষয়ে কর্মদক্ষতা নিরপূণ ও বিভিন্ন ভাগে সনদপত্র দেয়ার কার্য্যক্রম শুরু হয়েছে। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে।”

অন্যান্য বক্তারা বলেন, গত বছরের নভেম্বর মাসের ১৮ তারিখ থেকে শুরু হয়েছে এই বিমার কায্যক্রম। এতে একজন নির্মাণ শ্রমিক সরকারিভাবে নিবন্ধিত হয়ে বিমা প্রক্রিয়ায অন্তর্ভূক্ত হতে পারেন। যা তার ভবিষ্যতের জন্য অনেক ভালো সহায়ক ভূমিকা পালন করবে। তাই বিমার সুরক্ষা আওতায় আনতে নির্মাণ শ্রমিকদের সরকারিভাবে নিবন্ধন করতে হবে।

বিমার ব্যপারে বক্তারা পরামর্শ দিয়ে বলেন, জেলা ভিত্তিক নির্মাণ শ্রমিক সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়ন ও সমবায় সমিতি চিহ্নিত করা, বিমার সুফল জানানো ও বীমা পরিশোধের দৃষ্টান্ত প্রচারণা, ট্রেড ইউনিয়নকে প্রশিক্ষিত করা, ট্রেড ইউনিয়নকে নির্দিষ্ট অনুপাতে এজেন্সি কমিশন প্রদান করারও পরামর্শ দেন
তারা।

বিলস এর চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ফয়জুর রহমান, বিলস এর যুগ্ম সম্পাদক জাফরুল ইসলাম, এফইএস (জার্মানী) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেনরিক মাইহ্যাক, জাতীয়তাবাদ শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, বিলস এর উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন বাংলাদেশের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, বাংলাদেশ নির্মান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মো. নুরুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ