1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

অপহরণের প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪
  • ৭৭ Time View

image_79080_0আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নাসিকের ওয়ার্ড কমিশনার ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট মানিকসহ পাঁচজনকে অপহরণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ।

অপহৃতদের উদ্ধারের দাবিতে সোমবার সকাল থেকে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার সকাল থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ চলে। এ সময় অবরোধকারীরা মহাসড়কের প্রায় ১০টি স্পটে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং যানচলাচল বন্ধ করে দেয়। এ সময় দুটি মহা সড়কে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও আদালত বর্জন করে জেলার আইনজীবীরা। সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ আদালতের আইনজীবীরা আদালত বর্জন করে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এরপরে তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুট অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাভোকেট খোকন সাহাসহ অন্যান্য আইনজীবীরা।

সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ এখন খুন ও গুমের নগরীতে পরিণত হয়েছে। যেখানে আইনজীবীদেরও কোনো নিরাপত্তা নেই। আইনজীবীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তারা বলেন,যতক্ষণ পর্যন্ত অ্যাডভোকেট মানিক সরকার ও কমিশনার নজরুল ইসলাম উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত আইনজীবীদের এ আন্দোলন চলবে।

বেলা ১২টায় আইনজীবীরা সড়ক অবরোধ তুলে নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন।

এদিকে অবরোধ চলাকালে নিখোঁজ প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম সাংবাদিকদের জানান, নজরুল ইসলামের সাথে ৪নং ওয়ার্ড কাউন্সিলরের নূর হোসেন সঙ্গে বিরোধ চলে আসছিল। নূর হোসেনই তার লোক দিয়ে নজরুল ইসলামকে গুম করিয়েছে। আর যে দুটি প্রাইভেটকার দিয়ে তাদের অপরহণ করা হয়েছে সেই দুটি প্রাইভেটকার রোববার সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির বাড়ি থেকে বের হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সিদ্ধিরগঞ্জ থানা ওসি আবদুল মতিন জানান, নজরুল ইসলামের সমর্থকরা সড়ক অবরোধ করেছে। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বেলা ১২টায় সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ