সংবাদে শীর্ষে সময়

সংবাদে শীর্ষে সময়

image_78918_0সর্বশেষ প্রকাশিত টিআরপিতে সংবাদ শাখায় শীর্ষে অবস্থান নিয়েছে সময় টিভি। তালিকায় সবার নীচে রয়েছে মোহনা । চলতি বছরের ১৬তম সপ্তাহের (১২-১৮ এপ্রিল) টিআরপির জিআরপি (গ্রস রেটিং পায়েন্টস) বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

৯২৬ জিআরপি নিয়ে তালিকার শীর্ষে অবস্থান নিয়েছে সময়। গেল সপ্তাহে শীর্ষে ছিল টোয়েন্টিফোর। ৫৩৩ জিআরপি নিয়ে এটি ওই সপ্তাহে চলে এসেছে তিন নম্বরে।
একাত্তর তালিকার দুই নম্বর চ্যানেল। এর জিআরপি ছিল ৫৪৫।

৪৬৮ জিআরপি নিয়ে চার নম্বরে রয়েছে এটিএন নিউজ। ৪৪১ জিআরপি নিয়ে পাঁচ নম্বরে আছে এনটিভি। বাংলাভিশনের অবস্থান ছয়। জিআরপি ৪২৪।

সাত নম্বরে আছে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। জিআরপি ছিল ৩৬৯। ৩৫২ জিআরপি নিয়ে আট নম্বরে অবস্থান নিয়েছে চ্যানেল আই।

একুশে টেলিভিশন রয়েছে নয় নম্বরে। জিআরপি রেকর্ড করা হয়েছে ২৮২। দশ নম্বরে অবস্থান নিয়েছে এটিএন বাংলা। জিআরপি ২৫২।

জিটিভি রয়েছে ১১ নম্বরে। জিআরপি ২৩৪। এরপরের অবস্থান দেশটিভির। জিআরপি ২২৩।

মাছরাঙা রয়েছে ১৩ নম্বরে। জিআরপি ২২০। এসএটিভি রয়েছে ১৪ নম্বরে। রেকর্ডকৃত জিআরপি ২১০।

১৮৬ জিআরপি নিয়ে আরটিভি রয়েছে ১৫ নম্বরে। চ্যানেল নাইনের অবস্থান ১৬। জিআরপি ১৮০।

এশিয়ান টিভির অবস্থান ১৭। জিআরপি ছিল ১৭৮। ১৬৪ জিআরপি নিয়ে ১৮ নম্বরে রয়েছে বৈশাখী।

মাইটিভির অবস্থান ১৯। জিআরপি ১২৪। এরপর রয়েছে বিটিভি। জিআরপি ১০০।

২১ নম্বরে অবস্থান নিয়েছে বিজয়। জিআরপি ৩৪।

তালিকায় সবার শেষে রয়েছে মোহনা। জিআরপি ৩১।

অন্যান্য পাঠক মতামত