1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

৫ বছরে ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে: পলক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ৬৪ Time View

image_78804_0তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী পাঁচ বছরে ১০ লাখ মানুষের কর্মসংস্থান করা হবে।”

শনিবার সকালে ভাওয়াল রাজবাড়ি মাঠে আয়োজিত ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী সভায় তিনি এ কথা বলেন।

পলক বলেন, “বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হবে উন্নত বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির ডিজিটাল বাংলাদেশ। বর্তমানে প্রতিমাসে ৪০ লাখ মানুষ ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে সেবা পাচ্ছে।”

এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃব্য দেন প্রশাসন প্রধানমন্ত্রী কার্যালয় মহাপরিচালক ও প্রকল্প কর্মকর্তা কবির বিন আনোয়ার, আওয়ামীলীগ নেতা আবদুল হাদী শামীম, মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সাতার ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন রফিজ, অধ্যক্ষ ওয়াদুদুর রহমান প্রমুখ।

তিন দিনের এ মেলায় বিভিন্ন ধরনের ৪২টি স্টল রয়েছে। এর মধ্যে জেলা ও পুলিশ প্রশাসন, তথ্য অধিদপ্তর, ধান গবেষণা ইন্সটিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, শ্রীপুর উপজেলা, ডিজিটাল কম্পিউটার জোন গাজীপুর, বাংলালায়ন, আনসার ভিডিপি, ওয়ান ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, কাপাসিয়া উপজেলা, কালিগঞ্জ উপজেলা, কালিয়াকৈর উপজেলা, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ, যুব উন্নয়ন অধিদফতর, গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরি, দোয়েল, একটি বাড়ি একটি খামার প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউসেপ গাজীপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ