1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ৬৪ Time View

image_78748_0সপ্তাহজুড়ে দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে ১০৩ দশমিক ৫৩ পয়েন্ট বা ২ দশমিক ২৫ শতাংশ এবং সিএসইতে সূচক বেড়েছে ২১৬ পয়েন্ট বা ২ দশমিক ৪৩ শতাংশ। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত সপ্তাহজুড়ে ডিএসইএক্স সূচক বেড়েছে ১০৩ দশমিক ৫৩ পয়েন্ট বা ২ দশমিক ২৫ শতাংশ এবং লেনদেন বেড়েছে ৭২৬ কোটি ৫২ লাখ ৮৮ হাজার ৭৯০ টাকা বা ৪১ দশমিক ৬১ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৪৭২ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ২৪১ টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ৪১ দশমিক ৬১ শতাংশ বেশি। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল এক হাজার ৭৪৬ কোটি পাঁচ লাখ ৩৮ হাজার ৪৫১ টাকার।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড় লেনদেন বেড়েছে। গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৫১ লাখ ৬৫ হাজার ৪৪৮ টাকা। এর আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ৪৩৬ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৬১৩ টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৩ দশমিক ২৯ শতাংশ।

গত সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার ডিএসইএক্স সূচক ছিল চার হাজার ৫৯৮ দশমিক ৯২ পয়েন্ট, আর শেষ কার্যদিবস বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় চার হাজার ৭০২ দশমিক ৪৫ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ১০৩ দশমিক ৫৩ পয়েন্ট বা ২ দশমিক ২৫ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট পাঁচ কার্যদিবসে লেনদেন হওয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ৯৭টির, অপরিবর্তিত সাতটির এবং বন্ধ ছিল দুটি প্রতিষ্ঠানের লেনদেন। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছিল ৭০টির, কমেছিল ২১৪টির, অপরিবর্তিত ১৫টির এবং পাঁচটি প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ ছিল।

অন্যদিকে সাপ্তাহিক দরবৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো- প্রাইম ব্যাংক, বেলিজিং, সিটি ব্যাংক, অগ্নি সিস্টেম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, গ্লাসগো স্মিথ ক্লাইন, ম্যাকসন স্পিনিং ও আরগন ডেনিমস।

ডিএসইতে দর হারানো শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো- ফ্যামিলি টেক্সটাইল, ইস্টার্ন ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর, ফারইস্ট ফিন্যান্স, ইস্টার্ন লুব্রিকেন্ট, ওসমানিয়া গ্লাস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অ্যাটলাস ব্যাংলাদেশ, লাফার্জ সুরমা সিমেন্ট ও সমতা লেদার।

অপরদিকে গত সপ্তাহে সিএসই’র সাধারণ সূচক বেড়েছে ২১৬ পয়েন্ট বা ২ দশমিক ৪৩ শতাংশ এবং লেনদেন বেড়েছে ১৩ কোটি ৮৮ লাখ টাকা। গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সিএসইর সাধারণ সূচক ছিল আট হাজার ৮৬৮ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় নয় হাজার ৮৪ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ২১৬ পয়েন্ট বা ২ দশমিক ৪৩ শতাংশ।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১৭৩ কোটি ৮৩ লাখ টাকার। আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৮৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ১৫৯ কোটি ৯৫ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে গড় লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৫ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ