1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

ইরান থেকে দেশে ফিরলেন অপহৃত আরো ৯ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪
  • ৭৭ Time View

Hajrot-Shahjalal-International-Airportইরানে অপহৃত হওয়া আরো ৯ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে তাদের বিমানে করে ইরান থেকে দেশে নিয়ে আসা হয়। সিআইডির এএসপি (মিডিয়া) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চলতি মাসে অপহরণের ঘটনায় দেশে ফেরত আনার এটি দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ে ১৭ এপ্রিল ১২ জনকে ফেরত আনা হয়। শুক্রবার যাদের দেশে ফেরত আনা হয়েছে, তারা হলেন- তমিজ উদ্দীন, জিল্লুর রহমান, রমিজ আলী, মহসিন, সোহরাব,  হৃদয় আলী সাহাবুদ্দিন, সামার উদ্দীন ও হালিম।

হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই ও ওমানে কয়েকটি বাংলাদেশি প্রতারক গ্রপ রয়েছে। তারা সেখানে বসবাসরত বাংলাদেশি এক শ্রেণীর শ্রমিকদের টার্গেট করে ইরান, গ্রিস এবং তুরস্ক নিয়ে যাওয়ার লোভ দেখায়।

তারা বলেন, সেখানে মাসে ৫০ হাজার টাকা আয় হবে। থাকা ও খাওয়া কোম্পানির। এমন লোভনীয় প্রস্তাবে শ্রমিকরা বিশ্বাস করে সেখানে যান।

কিন্তু, যাওয়ার পথে আরব সাগরের মধ্যে তাদের জাহাজ থেকে নামিয়ে স্পিডবোটে ওঠানো হয়। এরপর ইরানের বন্দর আব্বাস পার হয়ে যায় জঙ্গলের মধ্যে। সেখানে তাদের ৫-১০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়।

যারা মুক্তিপণের টাকা দিতে পারেন, তারা টাকা দিয়ে দেশে ফিরে আসেন। আর যারা টাকা দিতে পারেন না, তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এমনকি শরীরের অঙ্গপ্রত্যঙ্গ খুলে নেওয়ারও ভয় দেখানো হয়।

এমনও রয়েছে, প্রতারিত এ রকম ২৪ জন শ্রমিককে ৪১ দিন শুধু একটি করে রুটি খাইয়ে রাখা হয়েছে।

সিআইডির এএসপি (মিডিয়া) হুমায়ুন কবির বলেন, ইরানে বাংলাদেশ দূতাবাস থেকে এ বিষয়ে খবর দেওয়ার পর সিআইডি বিষয়টি অনুসন্ধান শুরু করে।

এক পর্যায়ে বিষয়টি নিয়ে ইরানি দূতাবাসের সঙ্গে কথা বলা হয়। পরে ইরানি পুলিশের সহায়তায় এ রকম প্রায় ৮০ জন প্রতারিত যুবককে পাওয়া গেছে, যাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

তিনি বলেন, সিআইডির একটি টিম ইতিমধ্যে দুবাইয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। এ ছাড়াও পর্যায়ক্রমে তুরস্ক, গ্রিস এবং ইরানেও যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ