1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

আগামী সাড়ে ৩ বছরেই পদ্মাসেতু : যোগাযোগমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪
  • ৯২ Time View

padma_obaidulযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের সম্পদ পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়, এটা এখন দৃশ্যমান বাস্তবতা। আগামী সাড়ে ৩ বছরের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে।

শুক্রবার সকাল ১০টায় পাবনায় চাটমোহর উপজেলার হান্ডিয়াল-হামকুড়িয়া-চাটমোহর সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

যোগাযোগমন্ত্রী বলেন, আগামী জুন মাসে পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া হবে। কোনো সরকার স্থায়ী নয়, সরকার আসবে-যাবে। কিন্তু পদ্মা সেতু থাকবে।

তিনি বলেন, তিস্তায় পানি আসা নিয়ে বিরোধী দলের আন্দোলনের কোনো সাফল্য নেই। তাছাড়া আন্দোলন করে সরকার পতন ঘটানোর শক্তি, সাহস, সামর্থ কোনোটাই বিএনপির নেই।

এসময় তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম, পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রওশন, পাবনার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ