1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

অবশেষে এক পসলা স্বস্তির বৃষ্টি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪
  • ১২৭ Time View

rain0গরমে যখন সারাদেশ পুড়ছে তখন শুক্রবার মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক পসলা বৃষ্টি হয়েছে।

মৌলভীবাজার: গরমে যখন সারাদেশ পুড়ছে তখন শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির স্থায়িত্ব ছিল মাত্র ৫ থেকে ৬ মিনিট। জেলার গ্রামাঞ্চলে বৃষ্টি স্থায়ী ছিল ১০ থেকে ১৫ মিনিট।

নারায়ণগঞ্জ: বিকাল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জে বৃষ্টির দেখা মেলে। তবে স্বস্তির সেই বৃষ্টি মাত্র ৫-৬ মিনিট স্থায়ী ছিল।
 
ব্রাহ্মণবাড়িয়া: তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির দেখা দেখা মেলে বিকাল পৌনে ৪টার দিকে। জেলায় বৃষ্টি স্থায়ী ছিল প্রায় ৪৫ মিনিট। বৃষ্টিতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
 
বৃহস্পতিবার রাজধানীর তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি। গত ৫৪ বছরে এটাই ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা।
 
এদিকে, শুক্রবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
 
সকালে আবহাওয়া অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
 
ফলে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
 
এদিকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ