1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

বাংলাদেশ ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪
  • ৮৮ Time View

image_78403_0বাংলাদেশ আগামী তিন বছরের (২০১৫-২০১৭) জন্য জাতিসংঘের ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে।
জাতিসংঘ সদরদপ্তরে বুধবার এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্য রাষ্ট্রসমূহের সকলের সম্মতিতে বাংলাদেশ নির্বাচিত হয়।
নিউইর্য়কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে এক বার্তায় আজ একথা বলা হয়।
নির্বাচনে বিজয়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচনে জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহের এই বিপুল সমর্থনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের শিশু ও মহিলাদের উন্নয়নের স্বীকৃতি বলে দাবি করেন।
তিনি জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে এই স্বীকৃতির জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের প্রায় চল্লিশটির বেশি কমিটিতে সক্রিয় রয়েছে।
বাংলাদেশের এ বিজয়ে এবং বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিদের অভিনন্দনের প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিভিন্ন প্রতিকূলতার মাঝেও বাংলাদেশ শিশু ও নারীদের উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এটি সদস্য রাষ্ট্রসমূহের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। তারই স্বীকৃতিস্বরূপ সকল সদস্য-রাষ্ট্র বাংলাদেশকে একবাক্যে সমর্থন দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ