1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

মোবাইল ব্যাংকিং চালু করল মার্কেন্টাইল ব্যাংক

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১২
  • ১১৭ Time View

বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড মোবাইলফোন ব্যাংকিং কার্যক্রম শুরু করল।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর ‘এমপে’ সেবার উদ্বোধন করা হয়। বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

এর ফলে ব্যাংকের ‘এমপে’ নিবন্ধনকৃত গ্রাহকরা মোবাইলফোনের মাধ্যমে তাদের লেনদেন করতে পারবেন।

মোবাইল ব্যাংকিং কার্যক্রমের উদ্ধোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তৃতীয় প্রজন্মের এই ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ এবং সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার রায়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোরশেদ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এস আহসান, পরিচালক ড. তৌফিক রহমান চৌধুরি, এএসএম ফিরোজ আলম, এম আমানুল্লাহ, এ কে এম সাহিদ রেজাসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মার্কেন্টাইল ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রমের ফলে গ্রাহকরা মোবাইল ফোন প্রযুক্তির সহায়তায় টাকা উত্তোলন, জমাদান, ইউটিলিটি বিল প্রদান, রেমিট্যান্স পাঠানো ও গ্রহণ, তহবিল স্থানান্তর, কেনাকাটার বিল প্রদান, করপোরেট, শিল্প কারখানা ও বিভিন্ন অফিসের বেতন ভাতাদি প্রদান, সরকারি অনুদান, ভাতাদি সহজে সম্পন্ন্ করতে পারবে।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, মোবাইল ব্যাংকিং সেবা দিতে সরকারের ইউনিয়ন তথ্য কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি করা হয়েছে। প্রাথমিকভাবে দেশের নয়টি জেলার ৭৮৮টি ইউনিয়ন তথ্য কেন্দ্রকে এজেন্ট হিসেবে ব্যবহার করে সেবা দেওয়া হবে। ইতিমধ্যে ১৩৮টি তথ্য কেন্দ্রের মাধ্যমে সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। বাকিগুলো শিগগিরই চালু করা হবে।

এই সেবা পেতে গ্রাহককে প্রথমে এজেন্টের কাছে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের ৭২ ঘণ্টার মধ্যে তিনি একটি নম্বর পাবেন। যেটি ব্যবহার করে পরবর্তীতে লেনদেন করতে পারবেন।

এসময় ব্যাংকের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ব্যাংকিং সেবা দিতে ১৯৯৯ সালে যাত্রা শুরু করেছিলো মার্কেন্টাইল ব্যাংক। ব্যাংকিং জগতের অত্যাধুনিক পণ্য নিয়ে আমরা সাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছি। শিগগিরই নিজস্ব ব্যবস্থাপনায় চালু করা হবে কোর ব্যাংকিং সফটওয়ার।’

তিনি বলেন, ‘শুধু ব্যবসায়িক মুনাফা নয়। করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সমাজ্যকল্যাণ মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একে এম শহীদুল হক বলেন, ‘ব্যাংকিং সেবা সাধারণের দোরগোড়ায় নিয়ে যেতে আমাদের ৭৫টি শাখা রয়েছে। এর মধ্যে কৃষকের সেবা দিতে পাঁচটি পূর্ণাঙ্গ এসএমই ও ১৮টি কৃষি শাখা রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ